• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

হিসেব না মেলা স্বপ্নের ভার

সবাই বলে, 'মন থেকে চাইলে নাকি আকাশও নত হয়,'
আমি তো চেয়েছি, তবে কেন মোর ভাগ্যে শুধু পরাজয়?
বারবার হেরেছি, সামলে নিয়েছি, ভাঙা বুক বেঁধেছি কত;
তবু এই হার—কেন আজ যেন সব হিসেব হল ভুল যত।
পরীক্ষা দিতে দিতে আমি আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত পথিক,
পিঠ পেতে নিতে আর পারি না আঘাত, শুধু চাই শান্তি দিক।
এ কেমন জীবন, যেখানে হাজার চেষ্টাও শেষে হার মানে?
জয়ের হাসিটা কেন মোর জন্য বরাদ্দ নয় এই প্রাণে?
যখন চোখের জল নামে, লোকে শুধু আঙুল তোলে,
বলে, "আগে তো পারতে সামলাতে, আজ কেন তবে জলে ভাসে?"
কী করে বোঝাবো তাদের, এই জল ব্যর্থতার শেষ ছাপ নয়;
এ জল জমে থাকা চাপা দীর্ঘশ্বাস, যা আর বাঁধ মানে না হয়।
তারা বোঝে না, প্রতিটি হারেই একটু একটু করে মরে যাই,
প্রতিবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা ধীরে ধীরে কমে যায়।
এ জীবনে বোঝার মতন একটি মানুষও কেন পেলাম না?
যার কাছে গিয়ে বলতে পারি, 'আর পারি না, আজ শুধু থামতে চাই।'
হাজারো চেষ্টা করি আমি, তবু শেষ মুহূর্তে পথ হারাই,
আলোর কিনারা ছুঁয়েও কেন যে আঁধারে শুধু ফিরে আসি হায়!
এই পথচলা, এই ক্লান্তি, এই চাপা কষ্ট—সবই থাক গোপনে,
কারণ, যে ভালোবাসে, সেই কেবল বোঝে অব্যক্ত বেদনা মনে।


সত্যি কি মন থেকে কিছু চাইলে তা পূর্ন হয়?
 
সবাই বলে, 'মন থেকে চাইলে নাকি আকাশও নত হয়,'
আমি তো চেয়েছি, তবে কেন মোর ভাগ্যে শুধু পরাজয়?
বারবার হেরেছি, সামলে নিয়েছি, ভাঙা বুক বেঁধেছি কত;
তবু এই হার—কেন আজ যেন সব হিসেব হল ভুল যত।
পরীক্ষা দিতে দিতে আমি আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত পথিক,
পিঠ পেতে নিতে আর পারি না আঘাত, শুধু চাই শান্তি দিক।
এ কেমন জীবন, যেখানে হাজার চেষ্টাও শেষে হার মানে?
জয়ের হাসিটা কেন মোর জন্য বরাদ্দ নয় এই প্রাণে?
যখন চোখের জল নামে, লোকে শুধু আঙুল তোলে,
বলে, "আগে তো পারতে সামলাতে, আজ কেন তবে জলে ভাসে?"
কী করে বোঝাবো তাদের, এই জল ব্যর্থতার শেষ ছাপ নয়;
এ জল জমে থাকা চাপা দীর্ঘশ্বাস, যা আর বাঁধ মানে না হয়।
তারা বোঝে না, প্রতিটি হারেই একটু একটু করে মরে যাই,
প্রতিবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা ধীরে ধীরে কমে যায়।
এ জীবনে বোঝার মতন একটি মানুষও কেন পেলাম না?
যার কাছে গিয়ে বলতে পারি, 'আর পারি না, আজ শুধু থামতে চাই।'
হাজারো চেষ্টা করি আমি, তবু শেষ মুহূর্তে পথ হারাই,
আলোর কিনারা ছুঁয়েও কেন যে আঁধারে শুধু ফিরে আসি হায়!
এই পথচলা, এই ক্লান্তি, এই চাপা কষ্ট—সবই থাক গোপনে,
কারণ, যে ভালোবাসে, সেই কেবল বোঝে অব্যক্ত বেদনা মনে।


সত্যি কি মন থেকে কিছু চাইলে তা পূর্ন হয়?
অসাধারণ এবং মন ছুঁয়ে যাওয়া লেখা!
Awesome Intelligence
 
সবাই বলে, 'মন থেকে চাইলে নাকি আকাশও নত হয়,'
আমি তো চেয়েছি, তবে কেন মোর ভাগ্যে শুধু পরাজয়?
বারবার হেরেছি, সামলে নিয়েছি, ভাঙা বুক বেঁধেছি কত;
তবু এই হার—কেন আজ যেন সব হিসেব হল ভুল যত।
পরীক্ষা দিতে দিতে আমি আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত পথিক,
পিঠ পেতে নিতে আর পারি না আঘাত, শুধু চাই শান্তি দিক।
এ কেমন জীবন, যেখানে হাজার চেষ্টাও শেষে হার মানে?
জয়ের হাসিটা কেন মোর জন্য বরাদ্দ নয় এই প্রাণে?
যখন চোখের জল নামে, লোকে শুধু আঙুল তোলে,
বলে, "আগে তো পারতে সামলাতে, আজ কেন তবে জলে ভাসে?"
কী করে বোঝাবো তাদের, এই জল ব্যর্থতার শেষ ছাপ নয়;
এ জল জমে থাকা চাপা দীর্ঘশ্বাস, যা আর বাঁধ মানে না হয়।
তারা বোঝে না, প্রতিটি হারেই একটু একটু করে মরে যাই,
প্রতিবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা ধীরে ধীরে কমে যায়।
এ জীবনে বোঝার মতন একটি মানুষও কেন পেলাম না?
যার কাছে গিয়ে বলতে পারি, 'আর পারি না, আজ শুধু থামতে চাই।'
হাজারো চেষ্টা করি আমি, তবু শেষ মুহূর্তে পথ হারাই,
আলোর কিনারা ছুঁয়েও কেন যে আঁধারে শুধু ফিরে আসি হায়!
এই পথচলা, এই ক্লান্তি, এই চাপা কষ্ট—সবই থাক গোপনে,
কারণ, যে ভালোবাসে, সেই কেবল বোঝে অব্যক্ত বেদনা মনে।


সত্যি কি মন থেকে কিছু চাইলে তা পূর্ন হয়?
অবশ্যই হয় , আমরা হাজারো চেষ্টার পরেও যখন হেরে যাই, সেই হেরে যাওয়াটাতেও কিছু কমতি ছিল, সেটা শুধরে নেওয়ার জন্যই বার বার আগের স্থিতি তে ফিরিয়ে দেওয়া হয় আমাদের, জীবন টা শুধু যুদ্ধ নয় উপভোগ করার জিনিস হার জিত নিয়ে না ভেবে চেষ্টা চালিয়ে যেতে হবেই।
মনে রাখতে হবে প্রত্যেক টা পরাজয়ের পিছনে নিশ্চিত কোনো কারণ রয়েছে , রয়েছে শিক্ষা যেটা আমাদের বার বার অনুশীলন করে শুধরে নেওয়ার প্রয়োজন । কে জানে সেইটাই হবে হয়তো শেষ পরীক্ষা।

আর এই জীবন যুদ্ধে চলার পথে কিছু মানুষ হাল ছেড়ে দেয় ভাবে যেন এটা তার জন্যই না, তাদের উদ্দেশ্যে বলতে চাই , তাদের কে আবার এনে এর থেকেও কঠিন পরিস্থিতি তে পড়তে হয় সবই সময় এর খেলা, কাউকে আগে পড়তে হয় বা কাউকে পরে।


তাইতো বলি হাল ছেড়ো না বন্ধু
 
Last edited:
অবশ্যই হয় , আমরা হাজারো চেষ্টার পরেও যখন হেরে যাই, সেই হেরে যাওয়াটাতেও কিছু কমতি ছিল, সেটা শুধরে নেওয়ার জন্যই বার বার আগের স্থিতি তে ফিরিয়ে দেওয়া হয় আমাদের, জীবন টা শুধু যুদ্ধ নয় উপভোগ করার জিনিস হার জিত নিয়ে না ভেবে চেষ্টা চালিয়ে যেতে হবেই।
মনে রাখতে হবে প্রত্যেক টা পরাজয়ের পিছনে নিশ্চিত কোনো কারণ রয়েছে , রয়েছে শিক্ষা যেটা আমাদের বার বার অনুশীলন করে শুধরে নেওয়ার প্রয়োজন । কে জানে সেইটাই হবে হয়তো শেষ পরীক্ষা।

আর এই জীবন যুদ্ধে চলার পথে কিছু মানুষ হাল ছেড়ে দেয় ভাবে যেন এটা তার জন্যই না, তাদের উদ্দেশ্যে বলতে চাই , তাদের কে আবার এনে এর থেকেও কঠিন পরিস্থিতি তে পড়তে হয় সবই সময় এর খেলা, কাউকে আগে পড়তে হয় বা কাউকে পরে।


তাইতো বলি হাল ছেড়ো না বন্ধু
বাঃ বেশ বলেন তো, যে কেউ এই বার্তার মধ্যে দিয়ে, তার জীবনের কালো মেঘের মধ্যে দিয়ে ঠিক সূর্যের আলো খুঁজে পাবে
 
বাঃ বেশ বলেন তো, যে কেউ এই বার্তার মধ্যে দিয়ে, তার জীবনের কালো মেঘের মধ্যে দিয়ে ঠিক সূর্যের আলো খুঁজে পাবে
সেটাই চেষ্টা করি কাউকে হেরে যেতে দি কিভাবে
 
সবাই বলে, 'মন থেকে চাইলে নাকি আকাশও নত হয়,'
আমি তো চেয়েছি, তবে কেন মোর ভাগ্যে শুধু পরাজয়?
বারবার হেরেছি, সামলে নিয়েছি, ভাঙা বুক বেঁধেছি কত;
তবু এই হার—কেন আজ যেন সব হিসেব হল ভুল যত।
পরীক্ষা দিতে দিতে আমি আজ ক্লান্ত, বড্ড ক্লান্ত পথিক,
পিঠ পেতে নিতে আর পারি না আঘাত, শুধু চাই শান্তি দিক।
এ কেমন জীবন, যেখানে হাজার চেষ্টাও শেষে হার মানে?
জয়ের হাসিটা কেন মোর জন্য বরাদ্দ নয় এই প্রাণে?
যখন চোখের জল নামে, লোকে শুধু আঙুল তোলে,
বলে, "আগে তো পারতে সামলাতে, আজ কেন তবে জলে ভাসে?"
কী করে বোঝাবো তাদের, এই জল ব্যর্থতার শেষ ছাপ নয়;
এ জল জমে থাকা চাপা দীর্ঘশ্বাস, যা আর বাঁধ মানে না হয়।
তারা বোঝে না, প্রতিটি হারেই একটু একটু করে মরে যাই,
প্রতিবার ঘুরে দাঁড়ানোর শক্তিটা ধীরে ধীরে কমে যায়।
এ জীবনে বোঝার মতন একটি মানুষও কেন পেলাম না?
যার কাছে গিয়ে বলতে পারি, 'আর পারি না, আজ শুধু থামতে চাই।'
হাজারো চেষ্টা করি আমি, তবু শেষ মুহূর্তে পথ হারাই,
আলোর কিনারা ছুঁয়েও কেন যে আঁধারে শুধু ফিরে আসি হায়!
এই পথচলা, এই ক্লান্তি, এই চাপা কষ্ট—সবই থাক গোপনে,
কারণ, যে ভালোবাসে, সেই কেবল বোঝে অব্যক্ত বেদনা মনে।


সত্যি কি মন থেকে কিছু চাইলে তা পূর্ন হয়?
লেখাটা ভালই হয়েছে...
 
Top