কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল। এই ভালোবাসায় আছে এক চিরন্তন চক্র, যা কখনো থামে না।
বৃত্তের মত না বেসে, বিন্দুর মত ভালোবাসা উচিত। তাহলে অন্য জায়গায় ঘুরে আসার আ প্রয়োজন পড়বেনা আর বিন্দু হলেও একটা ক্ষুদ্র জায়গা তেই আসক্ত।
Satty tai..Ami valobasar pagol...কথাগুলো সত্যি মন ছুঁয়ে গেল। এই ভালোবাসায় আছে এক চিরন্তন চক্র, যা কখনো থামে না।
Awesome Intelligence ™
ভালোবাসা সত্যি বৃত্তের মত। তুমি যাকে ভালোবাসো তুমি কিন্তু তাকে সবসময় জন্যই ভালবাসবে। তাই সেই ভালোবাসাটাই ঘুরেফিরে আবার আসে। ভালোবাসা কখনো শেয়ার করা যায় না।বৃত্তের মত না বেসে, বিন্দুর মত ভালোবাসা উচিত। তাহলে অন্য জায়গায় ঘুরে আসার আ প্রয়োজন পড়বেনা আর বিন্দু হলেও একটা ক্ষুদ্র জায়গা তেই আসক্ত।![]()
না না এর অর্থ ওটা নয় যে অন্য মেয়ের দিকে গিয়ে আবার ঘুরে ফিরে আসে। এটার অর্থ হল আমি যেখানেই যাই না কেন সেই ঘুরেফিরে আমাকে তোমার কাছে আসতে হবে।।' অন্যদিকে গিয়ে আবার ভালোবাসার মানুষের কাছে ফিরে আসে ' এটার অর্থ আর কি বা হতে পারে।
আপনার পোস্টের অর্থ বোঝানোর জন্য ধন্যবাদ