
কুকুর তাড়া করলেই অনেকে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। মোটরসাইকেলের গতি বাড়ার সঙ্গে সঙ্গেই কুকুরের গতিও বাড়তে শুরু করে। এর ফলে দুর্ঘটনার (Bike Accodent) সম্ভাবনা বেড়ে যায়। রাস্তায় কুকুর আপনাকে তাড়া করতে শুরু করলেই মোটরসাইকেলের গতি কমিয়ে দিন। গতি কমে গেলে আপনার উপরে আকর্ষণ হারাবে কুকুর। তাহলে কুকুরটি শান্ত হয়ে গিয়ে আর আপনাকে তাড়া করার সম্ভাবনা কমে যাবে।