Rohan101
Newbie
আমি হয়তো জানি না ভালোবাসা কি। কিন্তু তাকে খুব চাই,নিজের সব কিছু দিয়ে হলেও তাকে চাই। হয়তো সে আমার হবে কি না সে সন্ধেও আছে তবুও আমার যে তাকেই চাই। অনেক বার এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে "ভালোবাসা কি?" কোনোবারই ঠিক মত বলতে পারি নি। কিন্তু আমার মনে হয় ভালোবাসা সবার কাছে এক রকম না সবার কাছে এই প্রশ্নের উত্তর ভিন্ন। আমি তাকে অন্য কারো সাথে দেখলে আমার অনকে jealious অনুভব হয়। মাঝে মাঝে মনে হয় নিজের নিজের হৃদয় বের করে তাকে এটা দেখাই যে তাকে কতটা আমি চাই। আমার মনে হয় আমার সবটুকু জুড়ে শুধু সে। তার একফোঁটা হাসি যেন আমাকে নতুন করে বাঁচতে শিখায়। এটাই কি তাহলে ভালোবাসা???
[বি. দ্র.: ভুল ত্রুটি মাফ করবেন]
[বি. দ্র.: ভুল ত্রুটি মাফ করবেন]
Last edited: