কাব্য যখন তোমার পাতায় শেষ পৃষ্ঠা,
আমার গল্প বলার অনেক ছিল, বৃথাই চেষ্টা।।
নিজের বুকে তুষের আগুন জ্বলছে ধিকি ধিকি,
আমার প্রান্তে সবই ছিল, তুমি ই দিলে ফাঁকি।।
নিজের হাতেই তুলে নিলাম নিজের বিনাশ কার্য,
কখনও কখনও মহান ভাবি, কখনও বা কদর্য।।
হয়তো আর বলবো না কিছু, জানবে না মনের কথা,
তুমি মানুষ আসলেই ভালো, সহজ, সরল, সাদা খাতা।।
এ আমার চির অভ্যেস, আমি স্তন্ধ করতে পারি নিজ মন,
তোমরা অভিমানী, তোমরা সরল , তোমাদের জন্য না এই কঠিন জীবন।।
©ভূত
আমার নিঃশব্দ রাতের নরম নিস্তব্ধতায়।
অন্ধকারের ভেতরও তোমার আলো জ্বলে,
চোখ বন্ধ করলেই তোমার ছায়া মিশে যায় কণ্ঠস্বরে।
চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালেই মনে হয়—
তুমি বসে আছো, ঠিক সামনেই কোথাও।
আয়নার ভেতরেও আমি তোমাকেই খুঁজি,
কারণ অনুপস্থিতি তোমাকেই আরও কাছে টেনে আনে।
প্রতিটি ঘড়ির কাঁটা বাজে শুধু তোমার নামে,
প্রতিটি সন্ধ্যা নামে তোমার না-থাকার অন্ধকারে।
তবু আমি আলো নিভাই না, দরজা বন্ধ করি না,
কারণ এই অপেক্ষাই আমার সবচেয়ে প্রিয় উপহার।
হয়তো তুমি ফিরবে না আর কোনোদিন,
তবু আমি জানি—
ভালোবাসা মানে শুধু পাওয়া নয়,
ভালোবাসা মানে দূরত্বেও চিরকাল তোমায় বাঁচিয়ে রাখা।
*শুভ*