এই ভারাক্রান্ত মন নিয়ে যাই বনের পথে,
বোঝা নামিয়ে রাখি শিকড়ের নীড়ে,
পাতায় পাতায় লেখা অশ্রু আর ক্ষতের ইতিহাস—
অপ্রয়োজনী স্মৃতি ঝরে পড়ে শিশিরের মতো।
তাদের গোপনীয় যে কিছু কথা না জানাই ছিল ভালো,
তবুও তো জেনে ফেলেছি নিষিদ্ধ বাগানের রহস্য;
অনধিকার চিন্তার জালে বন্দী আমি,
মুক্তি খুঁজি উড়ন্ত...