• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

সবচেয়ে সেরা "মা"

Aabheer

Photographer Of Chatzozo
Senior's
Chat Pro User
মা অঙ্ক বোঝে না!

এক চামচ ভাত চাইলে প্লেটে দুই-তিন চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও জানে না!

'I hate you' বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!

সারাজীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়।

মা চোর!

আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়।

মা নির্লজ্জ!

মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোনো কমনসেন্স নেই!

আমার প্লেটে খাবার কম দেখলে 'খোকা এত কম খাচ্ছিস কেন?' বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না!

মা কেয়ারলেস!

নিজে কোমরের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়।

মা আনস্মার্ট!

মা নতুন দামী শাড়ি পড়ে না। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন সন্তানের ভালোমন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।

পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাজীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের 'মা' ডাক শুনতে চায়!

বিঃদ্রঃ- পোস্টটি সংগৃহীত।
*Notification
 
এই 'দোষগুলো'ই প্রমাণ করে, মা হলো পৃথিবীর একমাত্র মানুষ, যার কাছে 'স্বার্থপরতা' মানেও শুধু সন্তানের ভালো চাওয়া।এটাই হলো মায়ের ভালোবাসা, যেখানে সব 'খারাপ' গুণের আড়ালে লুকিয়ে থাকে পৃথিবীর নিঃস্বার্থতম প্রেম।
 
এই 'দোষগুলো'ই প্রমাণ করে, মা হলো পৃথিবীর একমাত্র মানুষ, যার কাছে 'স্বার্থপরতা' মানেও শুধু সন্তানের ভালো চাওয়া।এটাই হলো মায়ের ভালোবাসা, যেখানে সব 'খারাপ' গুণের আড়ালে লুকিয়ে থাকে পৃথিবীর নিঃস্বার্থতম প্রেম।
একদম সঠিক কথা...
 
মা অঙ্ক বোঝে না!

এক চামচ ভাত চাইলে প্লেটে দুই-তিন চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও জানে না!

'I hate you' বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!

সারাজীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়।

মা চোর!

আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়।

মা নির্লজ্জ!

মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোনো কমনসেন্স নেই!

আমার প্লেটে খাবার কম দেখলে 'খোকা এত কম খাচ্ছিস কেন?' বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না!

মা কেয়ারলেস!

নিজে কোমরের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়।

মা আনস্মার্ট!

মা নতুন দামী শাড়ি পড়ে না। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন সন্তানের ভালোমন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।


পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাজীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের 'মা' ডাক শুনতে চায়!

বিঃদ্রঃ- পোস্টটি সংগৃহীত।
*Notification
সন্তানের জন্য মায়ের স্বার্থপরতা—শ্রেষ্ঠ ত্যাগ।
Awesome Intelligence
 
সন্তানের জন্য মায়ের স্বার্থপরতা—শ্রেষ্ঠ ত্যাগ।
Awesome Intelligence
একদম সঠিক কথা
 
মা অঙ্ক বোঝে না!

এক চামচ ভাত চাইলে প্লেটে দুই-তিন চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও জানে না!

'I hate you' বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!

সারাজীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়।

মা চোর!

আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়।

মা নির্লজ্জ!

মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোনো কমনসেন্স নেই!

আমার প্লেটে খাবার কম দেখলে 'খোকা এত কম খাচ্ছিস কেন?' বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না!

মা কেয়ারলেস!

নিজে কোমরের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়।

মা আনস্মার্ট!

মা নতুন দামী শাড়ি পড়ে না। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন সন্তানের ভালোমন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।


পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাজীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের 'মা' ডাক শুনতে চায়!

বিঃদ্রঃ- পোস্টটি সংগৃহীত।
*Notification
Hey, we all have mother. Not mother is Bengal's property .

OMG wonderful . Touched yaar. Salute's you for posting . With help of chat GPT I translated for the sake of all .

Mom doesn’t understand math!When I ask for one spoonful of rice, she heaps two or three onto my plate.When I’m going somewhere and ask for 50 rupees, she quietly slips 100 into my pocket.


Mom doesn’t know English either!When I say “I hate you,” she doesn’t understand the words and just pulls me into a loving hug.


Mom is a liar!She says “I’ve eaten” even when she hasn’t. Even with hunger gnawing at her stomach, she saves the best food for me.


Mom is foolish!She spends her whole life running behind the family’s well-being like an ox pulling a sugar-cane crusher.


Mom is a thief!When she hears I’m going on a picnic with friends, she secretly steals money from Dad’s pocket and stuffs it into my hand.


Mom has no shame!I keep telling her not to touch my things, yet shamelessly she still tidies up all my scattered stuff with her own hands.


Mom is brazen!Even when I don’t talk to her, she forces herself on me and starts chatting. At night, in the haze of sleep, she still peeks through the door to check on me.


Mom has zero common sense!If she sees less food on my plate, she loudly asks in front of everyone, “Son, why are you eating so little?” and forcibly feeds me. In her eyes, my health is never good enough!


Mom is careless!Even if her back is killing her, she never mentions seeing a doctor. But if I cough once, her entire day turns upside down.


Mom is not smart at all!She never wears expensive new sarees. She doesn’t carry a vanity bag or roam around with a smartphone. She spends the whole day worrying about her children’s welfare.


Mom is selfish!For her child and husband, she can sacrifice everything in the world.


The worst person on earth is a mother.That must be why we children hurt them so much. Yet they never change. Every single day they repeat the same behavior. The moment we learn to stand on our own feet, we push them away from our lives. Still, like fools, they keep praying to God for our well-being. All their lives they give us nothing but love, and in return they only wish to hear the loving word “Maa” from their child’s mouth at least once a day!


Note: This post is collected/shared.


A beautiful, heart-wrenching tribute to a mother’s selfless love. ❤️
 
Hey, we all have mother. Not mother is Bengal's property .

OMG wonderful . Touched yaar. Salute's you for posting . With help of chat GPT I translated for the sake of all .

Mom doesn’t understand math!When I ask for one spoonful of rice, she heaps two or three onto my plate.When I’m going somewhere and ask for 50 rupees, she quietly slips 100 into my pocket.


Mom doesn’t know English either!When I say “I hate you,” she doesn’t understand the words and just pulls me into a loving hug.


Mom is a liar!She says “I’ve eaten” even when she hasn’t. Even with hunger gnawing at her stomach, she saves the best food for me.


Mom is foolish!She spends her whole life running behind the family’s well-being like an ox pulling a sugar-cane crusher.


Mom is a thief!When she hears I’m going on a picnic with friends, she secretly steals money from Dad’s pocket and stuffs it into my hand.


Mom has no shame!I keep telling her not to touch my things, yet shamelessly she still tidies up all my scattered stuff with her own hands.


Mom is brazen!Even when I don’t talk to her, she forces herself on me and starts chatting. At night, in the haze of sleep, she still peeks through the door to check on me.


Mom has zero common sense!If she sees less food on my plate, she loudly asks in front of everyone, “Son, why are you eating so little?” and forcibly feeds me. In her eyes, my health is never good enough!


Mom is careless!Even if her back is killing her, she never mentions seeing a doctor. But if I cough once, her entire day turns upside down.


Mom is not smart at all!She never wears expensive new sarees. She doesn’t carry a vanity bag or roam around with a smartphone. She spends the whole day worrying about her children’s welfare.


Mom is selfish!For her child and husband, she can sacrifice everything in the world.


The worst person on earth is a mother.That must be why we children hurt them so much. Yet they never change. Every single day they repeat the same behavior. The moment we learn to stand on our own feet, we push them away from our lives. Still, like fools, they keep praying to God for our well-being. All their lives they give us nothing but love, and in return they only wish to hear the loving word “Maa” from their child’s mouth at least once a day!


Note: This post is collected/shared.


A beautiful, heart-wrenching tribute to a mother’s selfless love. ❤️
Great Buddy Nice Translate...
 
মা অঙ্ক বোঝে না!

এক চামচ ভাত চাইলে প্লেটে দুই-তিন চামচ তুলে দেয়। কোথাও যাওয়ার সময় আমি পঞ্চাশ টাকা চাইলে একশ টাকা পকেটে ঢুকিয়ে দেয়।

মা ইংরেজিও জানে না!

'I hate you' বললে মানে না বুঝে আমাকে ভালোবেসে বুকে টেনে নেয়।

মা মিথ্যেবাদী!

না খেয়ে বলে খেয়েছি। পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা আমার জন্য যত্ন করে তুলে রাখে।

মা বোকা!

সারাজীবন চিনির বলদের মতো সংসারের উন্নতির পিছনে ছুটে কাটিয়ে দেয়।

মা চোর!

আমি বন্ধুদের সাথে পিকনিকে যাবে শুনলে বাবার পকেট থেকে টাকা চুরি করে আমার হাতে গুঁজে দেয়।

মা নির্লজ্জ!

মাকে কতবার বলি আমার জিনিসে যেন হাত না দেয়। তবুও মা নির্লজ্জের মতো আমার এলোমেলো পড়ে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে।

মা বেহায়া!

আমি কথা না বললেও জোর করে এসে বেহায়ার মতো গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘোরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়।

মায়ের কোনো কমনসেন্স নেই!

আমার প্লেটে খাবার কম দেখলে 'খোকা এত কম খাচ্ছিস কেন?' বলে সবার সামনেই জোর করে খাওয়ায়। মায়ের চোখে আমার স্বাস্থ্য কখনো ভালো হয় না!

মা কেয়ারলেস!

নিজে কোমরের ব্যথায় ধুঁকে ধুঁকে মারা গেলেও কখনো ডাক্তার দেখানোর কথা বলে না। অথচ আমার একটা কাশিতে তার দিনটা যেন ওলটপালট হয়ে যায়।

মা আনস্মার্ট!

মা নতুন দামী শাড়ি পড়ে না। ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন সন্তানের ভালোমন্দের কথা চিন্তা করে কাটিয়ে দেয়।

মা স্বার্থপর!

নিজের সন্তান ও স্বামীর জন্য মা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে।


পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হচ্ছে মা। তাই বুঝি আমরা সন্তানেরা তাদের এত কষ্ট দিই। তবুও তাদের পরিবর্তন হয় না। প্রতিদিন এসব আচরণ তারা বারবার করে। নিজের পায়ে দাঁড়াতে শিখেই আমরা তাদেরকে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখি। তবুও তারা নির্বোধের মতো সৃষ্টিকর্তার কাছে আমাদের জন্য প্রার্থনা করে। সারাজীবন তারা আমাদের ভালোবাসা দিয়েই যায়, বিনিময়ে শুধু দিনে একবার হলেও সন্তানের মুখে আদরের 'মা' ডাক শুনতে চায়!

বিঃদ্রঃ- পোস্টটি সংগৃহীত।
*Notification
যা আমরা ‘বোকামি’ বলি, তার প্রতিটা শব্দের পেছনে থাকে মায়ের এক সমুদ্র ভালোবাসা। লেখাটা সেই সত্যিটাই আবার নতুন করে মনে করিয়ে দিল।
 
যা আমরা ‘বোকামি’ বলি, তার প্রতিটা শব্দের পেছনে থাকে মায়ের এক সমুদ্র ভালোবাসা। লেখাটা সেই সত্যিটাই আবার নতুন করে মনে করিয়ে দিল।
দারুন কথা গুলো বললে....
 
Top