তুমি ছিলে কদমফুল—
বর্ষার প্রথম সকালে,
জলের ছোঁয়ায় জেগে ওঠা
একটি মায়াবী ঘ্রাণের নাম।
তোমার গায়ে টুপটাপ বৃষ্টি পড়ে,
আর আমি শুনি মন ছুঁয়ে যাওয়া গান।
পাতার ভাঁজে জমে থাকা
জলফোঁটার মতো তুমি,
থেমে আছো, অথচ বয়ে চলছো—
আমার হৃদয়ের প্রতিটা গলিপথে।
আকাশ আজও কাঁদে—
ঠিক যেদিন তুমি
চুপচাপ চলে গিয়েছিলে…
ফুলটা তখনও ভিজে ছিল,
আমার মতো, নিঃশব্দে।
কদম এখনো ফোটে,
তবে আর ঘ্রাণ ছড়ায় না—
কারণ তুমি নেই।
বর্ষার প্রথম সকালে,
জলের ছোঁয়ায় জেগে ওঠা
একটি মায়াবী ঘ্রাণের নাম।
তোমার গায়ে টুপটাপ বৃষ্টি পড়ে,
আর আমি শুনি মন ছুঁয়ে যাওয়া গান।
পাতার ভাঁজে জমে থাকা
জলফোঁটার মতো তুমি,
থেমে আছো, অথচ বয়ে চলছো—
আমার হৃদয়ের প্রতিটা গলিপথে।
আকাশ আজও কাঁদে—
ঠিক যেদিন তুমি
চুপচাপ চলে গিয়েছিলে…
ফুলটা তখনও ভিজে ছিল,
আমার মতো, নিঃশব্দে।
কদম এখনো ফোটে,
তবে আর ঘ্রাণ ছড়ায় না—
কারণ তুমি নেই।