কবিতার নাম - হাসির আড়ালে ক্ষয়
লেখক- Rambo002( ছদ্মনাম)
কিছুই তো চাইনি আমি,
একটু নিঃশ্বাসের আশ্রয়,
ভরসা ভরা দু’টো কথা,
অভিনয়হীন একটুখানি সময়।
ভালোবাসা মানে ভেবেছিলাম
সহজ কিছু হাত ধরা,
কিন্তু যতই কাছে গেছি,
ততই বেড়েছে দূরত্বের ভারা।
আমি সেইসব মানুষের দলে,
যারা হাসে - ভেতরে ক্ষয়,
ভালোবেসে বাঁচতে চেয়েও
প্রতিদিনই মরে যায়।
স্বপ্নগুলো প্রতিদিনই
অল্প অল্প করে মরে,
বেঁচে থাকার নাম করে
মনটা হাজারবার ভাঙে।
ভালোবাসতে চেয়েছিলাম শুধু,
কিছুই চাইনি বদলে,
তবু বুকে পাথর বেঁধে
হেঁটেছি অভ্যাসের ছলে।
আমি তাদেরই দলে পড়ি,
যারা বাঁচে - মরার ভয়ে,
আর ভালোবেসে প্রতিদিনই
মরে যায় নতুন করে।।
By - Rambo002


Reactions: Nani2025 and Honey bunch