কেউ ঘরে ঢুকে বলে, “রে ভাই, বাতিটা জ্বালাও তো।”
আমি বলি, “অন্ধকারে থেকো, আত্মা জেগে উঠবে।”
রান্না করতে বললে বলি, “ইনডাকশন চালালে কার্বন ফুটপ্রিন্ট বাড়ে।”
ঘর ঝাঁট দিতে বললে বলি, “ধুলোর মধ্যেই ইতিহাস থাকে, সেটা মুছে ফেলবো না।”
আসলে আমি অলস না, আমি প্রকৃতি-প্রেমী, পরিবেশবান্ধব, আর একেবারে মিনিমালিস্ট লাইফস্টাইলের একজন অ্যাম্বাসাডর।
আমি বলি, “অন্ধকারে থেকো, আত্মা জেগে উঠবে।”
রান্না করতে বললে বলি, “ইনডাকশন চালালে কার্বন ফুটপ্রিন্ট বাড়ে।”
ঘর ঝাঁট দিতে বললে বলি, “ধুলোর মধ্যেই ইতিহাস থাকে, সেটা মুছে ফেলবো না।”
আসলে আমি অলস না, আমি প্রকৃতি-প্রেমী, পরিবেশবান্ধব, আর একেবারে মিনিমালিস্ট লাইফস্টাইলের একজন অ্যাম্বাসাডর।