Changer, অফিসের কাজের ফাঁকে ফাঁকে অনলাইন চ্যাটে অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে।
একদিন রাতে সে ঢুকে পড়ল নতুন সাইট Chat Zozo-তে।
প্রোফাইল বানাতে গিয়ে নাম দিল—"Iron Heart"।
প্রোফাইল পিক? ইন্টারনেট থেকে এক হিরো ছবি কেটে নিজের মুখ লাগিয়ে দিল—যেন সবাই ভাবে সে দারুণ রহস্যময় ও স্টাইলিশ!
চ্যাট শুরু হতেই প্রথম মেসেজ এলো—
"হাই, তুমি কি রিয়েল?"
Iron Heart (মানে Changer) উত্তর দিল— "আমি তো 100% রিয়েল ভাই, শুধু আমার লোকেশন SECRET "
তারপর Chat Zozo Wall-এ এক মেয়ের আইডি থেকে পোস্ট এল—নাম PSYDUCK :
"তুমি গান গাইতে পারো?"
Iron Heart সাথে সাথেই ভয়েস মেসেজে গান গাইতে শুরু করল—
ঠিক তখন পেছন থেকে মা চেঁচিয়ে উঠলেন—
“Changer! ভাত খাবি না? এত রাত অব্দি কার সাথে গান গাইছিস?”
Chat Zozo Wall-এ PSYDUCK সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল—
"এ ভাই! তুই পাশের বাড়ির Changer না?"
Changer তো একদম থ হয়ে গেল—কারণ PSYDUCK আসলে তার পাশের বাড়ির বান্ধবী Sana!
ছোটবেলা থেকে খেলাধুলা, ঝগড়া—সব কিছু একসাথে করেছে, আর আজ Chat Zozo-তে হঠাৎ ধরাও খেয়ে গেল!
পরের দিন সকালে Sana বারান্দা থেকে চেঁচিয়ে বলল—
“এই Changer, কাল রাতের গানটা শেষ করবি না? আজকে সবাই Chat Zozo-তে বসে আছে তোর কনসার্টের জন্য!”
একদিন রাতে সে ঢুকে পড়ল নতুন সাইট Chat Zozo-তে।
প্রোফাইল বানাতে গিয়ে নাম দিল—"Iron Heart"।
প্রোফাইল পিক? ইন্টারনেট থেকে এক হিরো ছবি কেটে নিজের মুখ লাগিয়ে দিল—যেন সবাই ভাবে সে দারুণ রহস্যময় ও স্টাইলিশ!
চ্যাট শুরু হতেই প্রথম মেসেজ এলো—
"হাই, তুমি কি রিয়েল?"
Iron Heart (মানে Changer) উত্তর দিল— "আমি তো 100% রিয়েল ভাই, শুধু আমার লোকেশন SECRET "
তারপর Chat Zozo Wall-এ এক মেয়ের আইডি থেকে পোস্ট এল—নাম PSYDUCK :
"তুমি গান গাইতে পারো?"
Iron Heart সাথে সাথেই ভয়েস মেসেজে গান গাইতে শুরু করল—
ঠিক তখন পেছন থেকে মা চেঁচিয়ে উঠলেন—
“Changer! ভাত খাবি না? এত রাত অব্দি কার সাথে গান গাইছিস?”
Chat Zozo Wall-এ PSYDUCK সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল—
"এ ভাই! তুই পাশের বাড়ির Changer না?"
Changer তো একদম থ হয়ে গেল—কারণ PSYDUCK আসলে তার পাশের বাড়ির বান্ধবী Sana!
ছোটবেলা থেকে খেলাধুলা, ঝগড়া—সব কিছু একসাথে করেছে, আর আজ Chat Zozo-তে হঠাৎ ধরাও খেয়ে গেল!
পরের দিন সকালে Sana বারান্দা থেকে চেঁচিয়ে বলল—
“এই Changer, কাল রাতের গানটা শেষ করবি না? আজকে সবাই Chat Zozo-তে বসে আছে তোর কনসার্টের জন্য!”