
জীবনের এই মোড়, এ এক স্বপ্ন বাসস্ট্যান্ড,
হাজারো চোখে ফোটে সফলতার গন্তব্য-ছন্দ।
সবার ব্যাগে আশা, বুকে গভীর তেজ,
কেউ ছুটছে খ্যাতি পেতে, কেউ খুঁজছে সুযোগের সেজ।
এখানেই দেখা হয় কত মুখ, কত কথা,
লক্ষ্য ছোঁয়ার পথে সবারই ব্যগ্রতা।
কেউ হাত ধরে হাঁটে, কেউ সাহস জোগায়,
তবুও নিজের লড়াইটা নিজেকেই লড়াই।
যখনই আসে সেই কাঙ্ক্ষিত বাস,
সকল প্রচেষ্টা যেন পায় দৃঢ় বিশ্বাস।
ধাপে ধাপে এগিয়ে গিয়ে যখন পৌঁছানো হলো,
অর্জনের তৃপ্তিটা শুধু নিজেরই রইলো।
সহযাত্রী হাততালি দেয় দূর থেকে,
সাফল্যের স্বাদ শুধু মন একা মেখে।
বাস্তবতা বলে, সংগ্রাম নিজেরই নাম,
গন্তব্যে পৌঁছেও একা, এ তো জীবনের দাম।অপেক্ষার কষ্ট সয়ে পথ চলে মুঠিতে,
স্বপ্ন আর গন্তব্য আঁকা থাকে স্মৃতিতে।
একাকীত্ব আর প্রাপ্তি—দুটোই সত্য,
এই বাসস্ট্যান্ডে ফোঁটে জীবনের পূর্ণ মর্ত্য।

