ভাবতাম আমরা চিরদিন একসাথে থাকব। প্রতিটা গোপন কথা, স্বপ্ন, হাসি আমরা ভাগ করে নিয়েছিলাম। কিন্তু একদিন ওর ফোনে একটা মেসেজ দেখলাম – যেটা আমার জন্য ছিল না। বুক কেঁপে উঠল, কারণ যেই কথা একদিন আমাকে বলেছিল, আজ অন্য কাউকে লিখছে।
এটা শুধু প্রতারণা নয়, এটা বোঝা যে যাকে বিশ্বাস করেছিলাম, সে মিথ্যা বেছে নিয়েছে। ভরসা একবার ভেঙে গেলে, সম্পর্কও থেমে যায়। আমি ওকে ছেড়ে চলে এলাম – কষ্টও নিলাম, শিক্ষা-ও নিলাম – ভালোবাসা যদি সত্যি না হয়, তবে সেটা শুধু এক সুন্দর মিথ্যে।
এটা শুধু প্রতারণা নয়, এটা বোঝা যে যাকে বিশ্বাস করেছিলাম, সে মিথ্যা বেছে নিয়েছে। ভরসা একবার ভেঙে গেলে, সম্পর্কও থেমে যায়। আমি ওকে ছেড়ে চলে এলাম – কষ্টও নিলাম, শিক্ষা-ও নিলাম – ভালোবাসা যদি সত্যি না হয়, তবে সেটা শুধু এক সুন্দর মিথ্যে।