
থমকে থাকা ধূসর আকাশে, আলোর আভাস মেশে,
নবীন প্রাণের সবুজ স্পর্শে, মন ভরে ওঠে বিশেষে।
ভোরের বাতাস মৃদুল ছন্দে, একলা পেয়ে,
আঁধার ভেঙেই সূর্য আসে, সকল বাধা ছেয়ে।
ধানের ক্ষেতে শিশির কণা, মুক্তো হয়ে ঝরে,
গাছের পাতা আড়াল করে, আলোর রেখা ধরে।
এখানে জীবন শান্ত সরল, নেই কোনো কোলাহল,
প্রকৃতির বুকে স্বপ্ন জেগেছে, অফুরন্ত সম্বল।
মন চলে যায় বহুদূর কোথায়, চেনা-অচেনার সীমানায়,
এইটুকু ছবি, একটু আশা, সকল ক্লান্তি হারায়।
হেঁটে চলি আমি এই পথটি ধরে, ভুলে যাই সব যন্ত্রণা,
কারণ এই ছবি, এই প্রকৃতিই, জীবনের শ্রেষ্ঠ প্রেরণা।


