কেনো আগামী বলতে, যুদ্ধ লিখলে বসুন্ধরা?
কেনো টর্পেডো ছেড়ে সাধোনি শান্তির আজান?
আমি মৃত্যুর মিছিলে, বিম্বিসার সেজে রই..
প্রেয়সীর সম্মোহন, যেনো বিদ্রোহের স্লোগান..
কেনো মেঘ বলতে, একাকীত্ব লিখলে বসুন্ধরা?
কেনো সময়ের দাম গুনে চলে নিঃশ্বাস?
বনপাহাড়ির পাড়, জেগে একা বেদুইন..
তুষার যুগে, উত্তাপ খোঁজে জীর্ণ অমলতাস।।
কেনো তুমি বলতে, আমি লিখলে বসুন্ধরা?
একে একে ঢেউ ভাঙ্গে, তোমার উপত্যকায়
আমার ডুব - তোমার বুকের জলাশয়ে..
মাঞ্জস'হীন, নিঃশব্দে সাঁতরে যাওয়ার দায়।।
কেনো টর্পেডো ছেড়ে সাধোনি শান্তির আজান?
আমি মৃত্যুর মিছিলে, বিম্বিসার সেজে রই..
প্রেয়সীর সম্মোহন, যেনো বিদ্রোহের স্লোগান..
কেনো মেঘ বলতে, একাকীত্ব লিখলে বসুন্ধরা?
কেনো সময়ের দাম গুনে চলে নিঃশ্বাস?
বনপাহাড়ির পাড়, জেগে একা বেদুইন..
তুষার যুগে, উত্তাপ খোঁজে জীর্ণ অমলতাস।।
কেনো তুমি বলতে, আমি লিখলে বসুন্ধরা?
একে একে ঢেউ ভাঙ্গে, তোমার উপত্যকায়
আমার ডুব - তোমার বুকের জলাশয়ে..
মাঞ্জস'হীন, নিঃশব্দে সাঁতরে যাওয়ার দায়।।