*** পুজোপুজো***
আকাশটা আজ পুজোপুজো
বাতাসে আগমনীর সুর,
নীলকণ্ঠ পাখির পাখায়
দু:খ বহুদূর।
চারিদিকে আজ আনন্দ হিল্লোল
গাছে গাছে ফুলের ছন্দ,
পাখিদের কলকাকলীতে
পুজো পুজো গন্ধ।
আলোয় ঝলমলে রাতের শোভা
অন্ধকারের দুয়ার
আজ বন্ধ,
নাটমন্দিরে নাটমন্দিরে ধুপের ধোঁয়া
পুজো পুজো গন্ধ।
কাশের বনে ঢেউএর দোলা
রাখালিয়া বাঁশিতে আগমনীর গান,
মা এসেছে আজ আপন ঘরে
আনন্দে উদবেলিত
সবার প্রান।*********
আকাশটা আজ পুজোপুজো
বাতাসে আগমনীর সুর,
নীলকণ্ঠ পাখির পাখায়
দু:খ বহুদূর।
চারিদিকে আজ আনন্দ হিল্লোল
গাছে গাছে ফুলের ছন্দ,
পাখিদের কলকাকলীতে
পুজো পুজো গন্ধ।
আলোয় ঝলমলে রাতের শোভা
অন্ধকারের দুয়ার
আজ বন্ধ,
নাটমন্দিরে নাটমন্দিরে ধুপের ধোঁয়া
পুজো পুজো গন্ধ।
কাশের বনে ঢেউএর দোলা
রাখালিয়া বাঁশিতে আগমনীর গান,
মা এসেছে আজ আপন ঘরে
আনন্দে উদবেলিত
সবার প্রান।*********