নীলাকাশে ভেসে যায়
সাদা মেঘের ঢেউ,
হৃদয় জুড়ে বয়ে যায়
এক ভালোবাসার ঢেউ।
ধীরে ধীরে বিকেলের ছায়া,
রাঙা আলোয় মিশে,
প্রেমের গন্ধ ছড়িয়ে পড়ে
শীতল হাওয়ার সাথে।
তোমার চোখে দেখি আমি
একটা নতুন ভোর,
যেখানে স্বপ্নগুলো হাঁটে
ছোট ছোট পায়ে।
পাখিরা গায় গান ,
সবুজ ঘাসে হাসে ধরা,
এই জীবনের প্রতিটি দিন
হোক ভালোবাসায় ভরা।
সাদা মেঘের ঢেউ,
হৃদয় জুড়ে বয়ে যায়
এক ভালোবাসার ঢেউ।
ধীরে ধীরে বিকেলের ছায়া,
রাঙা আলোয় মিশে,
প্রেমের গন্ধ ছড়িয়ে পড়ে
শীতল হাওয়ার সাথে।
তোমার চোখে দেখি আমি
একটা নতুন ভোর,
যেখানে স্বপ্নগুলো হাঁটে
ছোট ছোট পায়ে।
পাখিরা গায় গান ,
সবুজ ঘাসে হাসে ধরা,
এই জীবনের প্রতিটি দিন
হোক ভালোবাসায় ভরা।