তোমার নামটা যখন ঠোঁটে আসে,
শব্দগুলো হঠাৎ লাজুক হয়ে যায়।
চোখের পাতায় নেমে আসে নরম বিকেল,
হৃদয় তখন শুধু তোমাকেই চায়।
তুমি হাসলে—
শরতের আকাশে যেমন সাদা মেঘ ভাসে,
আমার সমস্ত ক্লান্তি
এক নিমিষে হারিয়ে যায় ভালোবাসায়।
তোমার নীরবতাও কথা বলে,
আমার বুকের ভেতর গোপন ভাষায়।
এই জীবন যদি আবার লিখতে পারতাম,
প্রতিটা লাইনে শুধু তোমাকেই চাই।
শব্দগুলো হঠাৎ লাজুক হয়ে যায়।
চোখের পাতায় নেমে আসে নরম বিকেল,
হৃদয় তখন শুধু তোমাকেই চায়।
তুমি হাসলে—
শরতের আকাশে যেমন সাদা মেঘ ভাসে,
আমার সমস্ত ক্লান্তি
এক নিমিষে হারিয়ে যায় ভালোবাসায়।
তোমার নীরবতাও কথা বলে,
আমার বুকের ভেতর গোপন ভাষায়।
এই জীবন যদি আবার লিখতে পারতাম,
প্রতিটা লাইনে শুধু তোমাকেই চাই।
