তোমার চোখে যেন ছিল বসন্তের ছায়া,
তাই তো প্রতিটি ফুল জেগে উঠেছিল একেকটা মায়া।
আমি দেখিনি শুধু এক প্রজাপতি,
দেখেছি—তোমার স্পর্শে রঙিন জীবনের গীতি।
সে আসেনি কেবল ফুলে ঘ্রাণ পেতে,
সে যেন এসেছিল হৃদয়ের দুয়ারে ভালোবাসা বুনতে।
ডানায় তার ছিল গল্প—ভাঙা প্রেমের,
যা তুমি ছুঁলেই জোড়া লাগত অবহেলিত প্রেমের।
তোমার মতোই সে নরম, নীরব,
একটুখানি হাসি, আর অল্প চাওয়া প্রেমের শরবত।
তার প্রতিটি উড়ান যেন বলে যায়,
“আমি তোমারই, শুধু তোমার হৃদয়ে থাকি চিরকাল।”
তুমি যদি হতে সেই পুষ্পকুঁড়ি,
তবে আমি হতাম সেই ক্ষণিক অতিথি,
শুধু একবার বসে যেতাম তোমার গায়ে—
না বলা হাজার ভালোবাসা নিয়ে, নীরবে, নির্জনে।
ও প্রজাপতি, যদি আর দেখা না হয় তোমার,
এই মুহূর্তটাই থাকুক হৃদয়ের সবচেয়ে প্রিয় স্মারক।
কারণ প্রেম তো চিরকাল থাকে না চোখে,
থাকে… এক নিঃশ্বাস, এক ছোঁয়া, এক ফুলের বুকে।
তাই তো প্রতিটি ফুল জেগে উঠেছিল একেকটা মায়া।
আমি দেখিনি শুধু এক প্রজাপতি,
দেখেছি—তোমার স্পর্শে রঙিন জীবনের গীতি।
সে আসেনি কেবল ফুলে ঘ্রাণ পেতে,
সে যেন এসেছিল হৃদয়ের দুয়ারে ভালোবাসা বুনতে।
ডানায় তার ছিল গল্প—ভাঙা প্রেমের,
যা তুমি ছুঁলেই জোড়া লাগত অবহেলিত প্রেমের।
তোমার মতোই সে নরম, নীরব,
একটুখানি হাসি, আর অল্প চাওয়া প্রেমের শরবত।
তার প্রতিটি উড়ান যেন বলে যায়,
“আমি তোমারই, শুধু তোমার হৃদয়ে থাকি চিরকাল।”
তুমি যদি হতে সেই পুষ্পকুঁড়ি,
তবে আমি হতাম সেই ক্ষণিক অতিথি,
শুধু একবার বসে যেতাম তোমার গায়ে—
না বলা হাজার ভালোবাসা নিয়ে, নীরবে, নির্জনে।
ও প্রজাপতি, যদি আর দেখা না হয় তোমার,
এই মুহূর্তটাই থাকুক হৃদয়ের সবচেয়ে প্রিয় স্মারক।
কারণ প্রেম তো চিরকাল থাকে না চোখে,
থাকে… এক নিঃশ্বাস, এক ছোঁয়া, এক ফুলের বুকে।