রাতের আকাশে আজও দেখি, তোমার চোখের ছায়া,
ভালোবাসার নামে দিলে কেন এমন মায়া?
প্রতিশ্রুতির ফুলগুলো সব শুকিয়ে গেছে হায়,
তোমার ছাড়া পৃথিবীটা আজ বড়ো নির্লজ্জ, শূন্য, ন্যায়।
যে হাতটা ধরেছিলে একদিন মৃদু স্পর্শে,
সেই হাতেই দিলে বিদায় — তাও নিঃশব্দ হর্ষে।
আমি শুধু চেয়ে রইলাম পথের ধারে ধুলোয়,
তুমি গেলে দূরে, রেখে গেলে চোখের জলে ফুলে।
হৃদয়ের কোণে রেখেছিলাম তোমায় পূর্ণ দেবতা ভেবে,
আজ সেই মূর্তি ভাঙল নিঃশব্দ বেদনায় কেঁপে।
কেউ জানে না ভিতরের আগুন, নিভে যায় কতবার,
তবুও হাসি রাখি মুখে, ভেতরে যুদ্ধ ভার।
তুমি সুখে থেকো প্রিয়, আমায় ভুলে যেও ঠিক,
আমার জীবনে রাত নেমেছে, তোমার নামে লিখ।
ভালোবাসা হয়তো মিথ্যে নয় — কিন্তু মানুষ মিথ্যে হয়,
তাই এখন ভালোবাসার গল্প শুনলেই ভয়…

ভালোবাসার নামে দিলে কেন এমন মায়া?
প্রতিশ্রুতির ফুলগুলো সব শুকিয়ে গেছে হায়,
তোমার ছাড়া পৃথিবীটা আজ বড়ো নির্লজ্জ, শূন্য, ন্যায়।
যে হাতটা ধরেছিলে একদিন মৃদু স্পর্শে,
সেই হাতেই দিলে বিদায় — তাও নিঃশব্দ হর্ষে।
আমি শুধু চেয়ে রইলাম পথের ধারে ধুলোয়,
তুমি গেলে দূরে, রেখে গেলে চোখের জলে ফুলে।
হৃদয়ের কোণে রেখেছিলাম তোমায় পূর্ণ দেবতা ভেবে,
আজ সেই মূর্তি ভাঙল নিঃশব্দ বেদনায় কেঁপে।
কেউ জানে না ভিতরের আগুন, নিভে যায় কতবার,
তবুও হাসি রাখি মুখে, ভেতরে যুদ্ধ ভার।
তুমি সুখে থেকো প্রিয়, আমায় ভুলে যেও ঠিক,
আমার জীবনে রাত নেমেছে, তোমার নামে লিখ।
ভালোবাসা হয়তো মিথ্যে নয় — কিন্তু মানুষ মিথ্যে হয়,
তাই এখন ভালোবাসার গল্প শুনলেই ভয়…


