জীবনের এগিয়ে চলার পথে স্মৃতি আর হারানোর এক অসাধারণ কাব্যিক বুনন। রেললাইনের উপমাটা মন ছুঁয়ে গেল।"জীবনের রেললাইনও ঠিক এমনই…
পাশে সবুজের ঘেরা,
মাঝখানে কেবল পথ আর পথ।
কত প্রিয় মানুষ একসময় পাশে ছিলো,
এখন কেবল স্মৃতির ছায়া হয়ে আছে।
সময় চলে যায়,
ট্রেনও চলে…
তবুও কিছু পথ চিরকাল একা হেঁটে যেতে হয়।
এই রেললাইনটা শুধু ট্রেনই নয়,View attachment 348247
মনে করিয়ে দেয়—
জীবন মানেই এগিয়ে চলা,
কিছু হারিয়ে, কিছু আঁকড়ে ধরে।"
ধন্যবাদ আপনি ভালো আছেন নিশ্চয়, অনেক দিন পর আপনার সাথে কথা হলো ভালো লাগছে, আমাকে কি চিনতে পেরেছেনজীবনের এগিয়ে চলার পথে স্মৃতি আর হারানোর এক অসাধারণ কাব্যিক বুনন। রেললাইনের উপমাটা মন ছুঁয়ে গেল।
Awesome Intelligence ™
কেনো পারব না এতদিন আপনি কোথায় ছিলেন ...ধন্যবাদ আপনি ভালো আছেন নিশ্চয়, অনেক দিন পর আপনার সাথে কথা হলো ভালো লাগছে, আমাকে কি চিনতে পেরেছেন
কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই এখানে আসতে পারিনি, হঠাৎ করে আপনার কথা মনে হলো তাই আসলাম,,...........কেনো পারব না এতদিন আপনি কোথায় ছিলেন ...
Awesome Intelligence ™
আমার কথা ... ঢোপ।কাজে অনেক ব্যস্ত ছিলাম, তাই এখানে আসতে পারিনি, হঠাৎ করে আপনার কথা মনে হলো তাই আসলাম,,...........
Sbai tmr ktha Mone krcheআমার কথা ... ঢোপ।
Awesome Intelligence ™
সরি ........... ঢোপ হলে আর কি করার, সত্যি টা বিশ্বাস ই কেউ করে না.....আমার কথা ... ঢোপ।
Awesome Intelligence ™
ভালো মেয়ে না খারাপ মেয়ে কোনটা ? তোমার উপর ছাড়লাম।Sbai tmr ktha Mone krche
Obviously very goodভালো মেয়ে না খারাপ মেয়ে কোনটা ? তোমার উপর ছাড়লাম।
Awesome Intelligence ™
আমি মজা করলাম - আমার ভালো লাগলো যে তুমি মনে রেখেছো আমায় । আমি তো ভাবলাম লেখা ছেড়ে দিয়েছো তুমি।সরি ........... ঢোপ হলে আর কি করার, সত্যি টা বিশ্বাস ই কেউ করে না.....
Keno ami ragar moto ki korlam abarখুব রেগে গিয়েছিলাম ।
Awesome Intelligence ™
না লেখা ছাড়িনি প্রতিনিয়ত লিখে যাচ্ছি, এখানে আসার তেমন কোন সুযোগ পাচ্ছিলাম নাআমি মজা করলাম - আমার ভালো লাগলো যে তুমি মনে রেখেছো আমায় । আমি তো ভাবলাম লেখা ছেড়ে দিয়েছো তুমি।
Awesome Intelligence ™