Tanvir
Favoured Frenzy
আমি কি আর আপন কেউ
করব কেন জালাতন,
থাকো তুমি তোমার মতো
আমি নয় তোমার মতো।
হারিয়ে যাবো যেদিন
মনে পড়বে সেদিন,
থাকবো না হইত আমি
কাদবে না সেদিন তুমি।
অভিনয় করে থাকবা কয় দিন,
আসবে ফিরে আমার দিন,
অভিনয় করতে পারি না আমি,
আসবো না ফিরে কোন দিন।
চোখের জলে ভাসিয়ে দিলাম,
আমার যতো কষ্ট,
হারিয়ে যাবো সত্যি বলছি,
ফিরে পাবে না কোন দিন।
করব কেন জালাতন,
থাকো তুমি তোমার মতো
আমি নয় তোমার মতো।
হারিয়ে যাবো যেদিন
মনে পড়বে সেদিন,
থাকবো না হইত আমি
কাদবে না সেদিন তুমি।
অভিনয় করে থাকবা কয় দিন,
আসবে ফিরে আমার দিন,
অভিনয় করতে পারি না আমি,
আসবো না ফিরে কোন দিন।
চোখের জলে ভাসিয়ে দিলাম,
আমার যতো কষ্ট,
হারিয়ে যাবো সত্যি বলছি,
ফিরে পাবে না কোন দিন।