"জীবনের রেললাইনও ঠিক এমনই…
পাশে সবুজের ঘেরা,
মাঝখানে কেবল পথ আর পথ।
কত প্রিয় মানুষ একসময় পাশে ছিলো,
এখন কেবল স্মৃতির ছায়া হয়ে আছে।
সময় চলে যায়,
ট্রেনও চলে…
তবুও কিছু পথ চিরকাল একা হেঁটে যেতে হয়।
এই রেললাইনটা শুধু ট্রেনই নয়,
মনে করিয়ে দেয়—
জীবন মানেই এগিয়ে চলা,
কিছু হারিয়ে, কিছু আঁকড়ে ধরে।"