• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Search results

  1. Tanvir

    "তুমি ছিলে কদমফুল"

    তুমি ছিলে কদমফুল— বর্ষার প্রথম সকালে, জলের ছোঁয়ায় জেগে ওঠা একটি মায়াবী ঘ্রাণের নাম। তোমার গায়ে টুপটাপ বৃষ্টি পড়ে, আর আমি শুনি মন ছুঁয়ে যাওয়া গান। পাতার ভাঁজে জমে থাকা জলফোঁটার মতো তুমি, থেমে আছো, অথচ বয়ে চলছো— আমার হৃদয়ের প্রতিটা গলিপথে। আকাশ আজও কাঁদে— ঠিক যেদিন তুমি চুপচাপ চলে...
  2. Tanvir

    "তোমার জন্য প্রজাপতি"

    তোমার চোখে যেন ছিল বসন্তের ছায়া, তাই তো প্রতিটি ফুল জেগে উঠেছিল একেকটা মায়া। আমি দেখিনি শুধু এক প্রজাপতি, দেখেছি—তোমার স্পর্শে রঙিন জীবনের গীতি। সে আসেনি কেবল ফুলে ঘ্রাণ পেতে, সে যেন এসেছিল হৃদয়ের দুয়ারে ভালোবাসা বুনতে। ডানায় তার ছিল গল্প—ভাঙা প্রেমের, যা তুমি ছুঁলেই জোড়া লাগত অবহেলিত প্রেমের।...
  3. Tanvir

    নীলাকাশের স্বপ্ন

    নীলাকাশে ভেসে যায় সাদা মেঘের ঢেউ, হৃদয় জুড়ে বয়ে যায় এক ভালোবাসার ঢেউ। ধীরে ধীরে বিকেলের ছায়া, রাঙা আলোয় মিশে, প্রেমের গন্ধ ছড়িয়ে পড়ে শীতল হাওয়ার সাথে। তোমার চোখে দেখি আমি একটা নতুন ভোর, যেখানে স্বপ্নগুলো হাঁটে ছোট ছোট পায়ে। পাখিরা গায় গান , সবুজ ঘাসে হাসে ধরা, এই জীবনের প্রতিটি...
  4. Tanvir

    "জীবনের রেললাইনও ঠিক এমনই…

    "জীবনের রেললাইনও ঠিক এমনই… পাশে সবুজের ঘেরা, মাঝখানে কেবল পথ আর পথ। কত প্রিয় মানুষ একসময় পাশে ছিলো, এখন কেবল স্মৃতির ছায়া হয়ে আছে। সময় চলে যায়, ট্রেনও চলে… তবুও কিছু পথ চিরকাল একা হেঁটে যেতে হয়। এই রেললাইনটা শুধু ট্রেনই নয়, মনে করিয়ে দেয়— জীবন মানেই এগিয়ে চলা, কিছু হারিয়ে, কিছু আঁকড়ে ধরে।"
  5. Tanvir

    বকুলের ডালে আজো পাখি বসেনি,

    বকুলের ডালে আজো পাখি বসেনি, সুর তোলে না তান… শিউলির পাতায় রোদের কাঁপা কাঁপা… শুধু নিঃশ্বাসের গান। ঘাসফুলের কুঁড়ি আজো লাজে লাজে… ঘোমটা টেনে রয়। দখিন হাওয়া ডাকেনি মধুর নামে— কবিতারা সয়… আসেনি সে বর্ণময়ী, রঙে রঙিন— পায়ের নূপুর প’রে। ধুলোখেলা দুপুর জুড়ে বসে আছে… নির্বাক এক ঘোরে। কবে সে...
  6. Tanvir

    ভালোবাসার মানুষ পেলাম না খুঁজে,কপাল কি আমার পোড়া থেকে যাবে রে...

    ভালোবাসার মানুষ পেলাম না খুঁজে, কপাল কি আমার পোড়া থেকে যাবে রে... মনে দুঃখ জমে রাত যায় নির্জনে, স্বপ্নগুলো ভাঙে একাকী জাগরণে। ভালোবাসা মোর কপালে নেই, পাওয়ার সাধনাও হলো যে মিছে, তুমি এলে না, মনের বাতি জ্বলে না, মনের ভেতর শুধু দুঃখ আছে। "ভালোবাসা যদি থাকতো আমার, চোখে চোখ রেখে হাসতে পারতাম, এই...
  7. Tanvir

    ভালোবাসার মতো ভালোবাসলে, তারে কি গো ভোলা যায়,

    ভালোবাসার মতো ভালোবাসলে, তারে কি গো ভোলা যায়, মনে মনে রেখে যতনে তাকে, বুকের মাঝে রয়ে যায়। যতবারই দূরে যাই, ততবারই কাছে পাই, ভালোবাসা যদি সত্যি হয়, তারে কি গো ভোলা যায়। কত কিছুই হারিয়ে যায়, মাঝে মাঝে ব্যথা দেয়, তবু হৃদয়ে তারে লুকিয়ে, সে শুধু আলো হয়ে রয়। তারে কি গো ভোলা যায়, জীবনের পথের বাঁকে...
  8. Tanvir

    আমি কি আর আপন কেউ

    আমি কি আর আপন কেউ করব কেন জালাতন, থাকো তুমি তোমার মতো আমি নয় তোমার মতো। হারিয়ে যাবো যেদিন মনে পড়বে সেদিন, থাকবো না হইত আমি কাদবে না সেদিন তুমি। অভিনয় করে থাকবা কয় দিন, আসবে ফিরে আমার দিন, অভিনয় করতে পারি না আমি, আসবো না ফিরে কোন দিন। চোখের জলে ভাসিয়ে দিলাম, আমার যতো কষ্ট, হারিয়ে যাবো সত্যি...
  9. Tanvir

    জীবন টা আমার হালুয়া-রুটি

    জীবন টা আমার হালুয়া-রুটি করছে সবাই কুটি কুটি। টানা হেচড়ার ফাদে পড়ে হয়ে গেলাম আমি হালুয়া-রুটি। জোড়া শালিক ডাকে, মগ ডালে বসে। ভালোবাসা আসে না তবু আমার এই জীবনে। একটু সময় দিলে সাজাতাম তারে আমার মনের মতো করে। দেখতাম আমি দু-চোখ ভরে। থাকতাম নয়ন জুড়ে।
  10. Tanvir

    "আমি চট করে আসিব ফিরে"

    "আমি চট করে আসিব ফিরে" — যেন এক ঝড়ের মতো, পৃথিবী আমায় ডাকে, তবু আমি থামি না, পথের মাঝে ছুটে চলি, হারাবার ভয়ে নয়, ফিরে আসার আনন্দে, সীমানা ছাড়িয়ে ছুটে যাই। রাত্রি যদি পথ রোধে দাঁড়ায়, আমি আলোর মতো ঝলসে উঠি। যদি দিন ম্লান হয়ে যায়, আকাশে সূর্যের মতো ফিরি, দেখা হবে আবার, আমি চট করে আসিব ফিরে। — এ...
  11. Tanvir

    তানভীর ভাই খুবই গুরুত্ব

    তানভীর ভাই খুবই গুরুত্ব অসুস্থ।............................................. এক্সিডেন করেছে। আমি অর বন্ধু।
  12. Tanvir

    অনেকদিন পর পড়লাম আর হাসলাম, হাসতে চাইলে আপনিও পড়ুন।

    স্ত্রী চিঠি লিখছে স্বামীর কাছে। কিন্তু, দাড়ি-কমা সম্বন্ধে কোন জ্ঞান না থাকায় ভুল স্থানে দাড়ি বসাতেই সেই প্রিয় চিঠি হয়ে গেল আজব চিঠি ! চিঠিটি হলো•••• " ওগো, সারাটা জীবন বিদেশেই কাটালে এ ছিল। তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়াছে উঠানটা। জলে ডুবি*য়া গিয়াছে ছোট খোকা।স্কুলে যেতে চায় না...
  13. Tanvir

    জীবন প্রদীপ নিভে যে দিন, আসবে গহীন রাতি,

    জীবন প্রদীপ নিভে যে দিন, আসবে গহীন রাতি, থেকো তুমি এই জীবনে, হয়ে চিরো সাথী। জীবন নদীর দু-কুল জুড়ে, আসলে অবিনিসা, থাকবে না আর দু-চোঁখ জুড়ে, একটু আলোর দিশা, সেদিন আমার আধাঁর ঘরে, তুমি থেকো বাতি। আমার আমার বলে যখন কাউ কে পাবো না সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা। আঁখির আলো নিভবে যেদিন...
  14. Tanvir

    তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো আশা,

    তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো আশা, তুমি আমার প্রেম বিরহের মূল আলোচনা, তুমি আমার কাজে কর্মে অনুপ্রেরণা ॥ যখন দারুণ দুঃখ নামে, আমার জীবন জুড়ে, বিপদ আপদ দুঃসময়ে, তুমি থেকো পাশে, তখন তোমার ভালোবাসা, যোগাবে আমায় সান্তনা ॥ আশাহত জীবন যখন, দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত, স্মৃতিগুলো জাগে, তখন...
  15. Tanvir

    আমি কেন বারে বারে প্রেমে পড়ে যাই,

    আমি কেন বারে বারে প্রেমে পড়ে যাই, দুঃখ ভুলে হাসির খোঁজে, পথ চলি একাই। আবারো সেই চেনা পথে, দেখা হয় তার সাথে, আবারো সেই মিষ্টি হেসে, মন ভরে যায়। বুঝি না কেন, বুঝি না কেমন, মন খুঁজে ফেরে নতুন ভালোবাসা। যখনই চোখে চোখ পড়ে তার, মনে হয় যেন নতুন কোনো আশা। প্রেমের এই পথ, কেমন এক জাদু, ভুলে যাই সব...
  16. Tanvir

    **আমার ছোট্ট বোন**

    তোর হাসিখুশি মুখ দেখে, মনে জাগায় সুখের ঢেউ, তোর খিলখিল হাসিতে, তোর মিষ্টি মধুর কথাতে, বাড়ি ভরে ওঠে আনন্দে। প্রতিটি মুহূর্তের রঙিন মালা তুই যখন করিস খেলা। তোর ছোট ছোট পায়ে সারা উঠান বেড়াস নেচে। তুই আমার ছোট্ট বোন, তোর নরম স্পর্শে মুছে যায়, সব দুঃখ কষ্টের ছায়া। তোর কচি কণ্ঠের মিষ্টি সুরে...
  17. Tanvir

    তোমার হাসির মাঝে খুজে পাই সব সুখ,

    তোমার হাসির মাঝে খুজে পাই সব সুখ, সেই হাসিটুকু যেন আমার প্রাণের মুখ। তোমার হাসির আলোয় ভরিয়ে দেয় মন, তার সুরের ছোঁয়ায় বাড়ে হৃদয়ের স্পন্ধন। তুমি হাসলেই ঝরে যেন ফুলের বৃষ্টি, প্রতিটা মুহূর্তে আনো সুখের সৃষ্টি। তোমার হাসির মাঝে খুঁজে পাই আশা, জীবনের প্রতিটি ক্ষণ হয়ে যায় ভালবাসা। তোমার সেই...
  18. Tanvir

    টুপটাপ বৃষ্টির মধুর ধ্বনিতে,

    টুপটাপ বৃষ্টির মধুর ধ্বনিতে, দোলা দিয়ে যায় মনেতে, আহা কি শান্তি এই বৃষ্টিতে, মন চাই বৃষ্টিতে ভিজতে। ঝিরি ঝিরি বৃষ্টিতে, মনের আবেগ ভাসাতে, মন চাই শুধু ভালোবাসতে, রিমঝিম এই বৃষ্টিতে। ঝরে গেলে পাতা গাছের হারানো স্বপ্ন, বৃষ্টির মাঝে আঁধারে মিশে হাসির রূপ। মনের মধ্যে উত্সাহের জ্বালা, ঝরে না...
  19. Tanvir

    দিনের আলো, প্রখর রোদ................

    দিনের আলো, প্রখর রোদ, পড়ছে গরম, ঘামছে গাঁ, শিশু-বুড়ো কষ্ট পাচ্ছে, অতিরিক্ত গাঁ ঘামছে । প্রকৃতির কী আর দোষ বলো, চারিদিকে গাছের অভাব হলো, গাছ কেটে বিল্ডিং বানাচ্ছি, তাই একটু গাছের ছায়া খুজছি । চারিদিকে বড় বড় দালান, অক্সিজেনের বড়ই অভাব, তাপমাত্রা 45 ডিগ্রি পার, এটাই হলো গাছ কাটার ফল। গাছ থাকলে...
  20. Tanvir

    তোর জন্য মনের মাঝে, ওলটপালট লাগে,

    তোর জন্য মনের মাঝে, ওলটপালট লাগে, বড় মায়া লাগে, তোর মুখটা দেখে, মনটা আমার আনন্দে ভরে ওঠে। ভালোবাসাতে এতো আবেগ, কেনো এতো মায়া, তোর কাছে চাই যে আমি, একটু ভালোবাসা। বোঝেনা মন কি যে কারণ, তোকে নিয়ে হারিয়ে যেতে নেই যে বারণ, বুকের ভেতর আকাশ পাহাড় আবেগ, তোর জন্য আনন্দটা অভিমানী মেঘ। তুই কি ভালো...
Top