ভালবাসার দাবী অনেকেই করতে পারে। কিন্তু, কিছু পাওয়ার কথা ভুলে ভালবাসার সামর্থ্য সবার নেই। ভালবাসলে সেটা দেখাতে চাওয়াটা একজন শিল্পীর তার শিল্প প্রকাশ করতে চাওয়ার মতই। কিন্তু নিরবে যারা ভালবাসে, অন্তত একটা ভাল কিছু হোক ভালবাসার মানুষটার জীবনে, সে জন্য প্রার্থনা করে রোজ, এটার মাঝে ঐ যেভাবেই হোক...