হয়তো একদিন তুমিও ভুলে যাবে,
তোমার স্মৃতির খাতায় আর থাকবে না আমার জন্য কোনো জায়গা...
কিন্তু আমি?
আমি তো এখনও সেই প্রথম দেখা আর তোমার হাসির মধ্যে আটকে আছি।
ভুলতে পারি না আমি,
কারণ ভালোবাসা মনে রাখে,
যা হারিয়েও থেকে যায়... নিঃশব্দে, নিঃস্বভাবে, কিন্তু চি
রকাল।