বিশ্বাসঘাতকতা আমার জীবনে এতবার ঘটিয়াছে যে, এখন আর কাহারও মুখের ভদ্রতাসূচক হাসি দেখিলে বিস্মিত হই না।
মিথ্যা? তাহা শুনিতে শুনিতে কানের পর্দা প্রায় সুরভিনির মত নির্ভেজাল হইয়া উঠিয়াছে।
প্রথমে ভাবিতাম এ নিশ্চয় ভুল, কাহারো একবারের ভুল।
দ্বিতীয়বারে ভাবিলাম "people make mistakes."
তৃতীয়বারে, চতুর্থবারে, পঞ্চমবারে… অবশেষে ভাবিতে আর ইচ্ছা করে না।
প্রেমের নামে প্রতারণা, বন্ধুত্বের ছলে সুবিধাবাদ,
আস্থার মুখোশে কপটতা ,এই সকলই এমন নৈমিত্তিক হইয়াছে, যে এখন কোনো সম্পর্ক আর হৃদয়ে স্পন্দন জাগায় না।
কে গেল, কে রহিল, এই হিসাব এখন আর রাখি না।
কে মুখে বলিল "I care about you", আর কে পশ্চাৎ দেশে বাঁশ প্রবিষ্ট করিলেন নিঃশব্দে।
এখন যদি কেহ বলিয়া বসে"you can trust me"—
তাহার দিকে এক দৃষ্টিতে চাহি, আর ভাবিতে থাকি
তাতে আমার বাল ছিঁড়িয়া গিয়াছে
মিথ্যা? তাহা শুনিতে শুনিতে কানের পর্দা প্রায় সুরভিনির মত নির্ভেজাল হইয়া উঠিয়াছে।
প্রথমে ভাবিতাম এ নিশ্চয় ভুল, কাহারো একবারের ভুল।
দ্বিতীয়বারে ভাবিলাম "people make mistakes."
তৃতীয়বারে, চতুর্থবারে, পঞ্চমবারে… অবশেষে ভাবিতে আর ইচ্ছা করে না।
প্রেমের নামে প্রতারণা, বন্ধুত্বের ছলে সুবিধাবাদ,
আস্থার মুখোশে কপটতা ,এই সকলই এমন নৈমিত্তিক হইয়াছে, যে এখন কোনো সম্পর্ক আর হৃদয়ে স্পন্দন জাগায় না।
কে গেল, কে রহিল, এই হিসাব এখন আর রাখি না।
কে মুখে বলিল "I care about you", আর কে পশ্চাৎ দেশে বাঁশ প্রবিষ্ট করিলেন নিঃশব্দে।
এখন যদি কেহ বলিয়া বসে"you can trust me"—
তাহার দিকে এক দৃষ্টিতে চাহি, আর ভাবিতে থাকি
তাতে আমার বাল ছিঁড়িয়া গিয়াছে