শীতের শেষে মিঠে রোদে বসন্তেরই ছোঁয়া,
ইস্কুল বেলার সেই স্মৃতি আজ রঙিন কুয়াশা ধোঁয়া।
আলমারি থেকে বের করা সেই প্রথম শাড়ির ভাঁজ,
আয়নার সামনে দাঁড়িয়ে কতই শৌখিন সাজ।
বাসন্তী রঙ পাঞ্জাবিতে বন্ধুদের ওই ভিড়,
অঞ্জলি দিতে ব্যাকুল মন, কোথায় মনের স্থির?
ঠাকুর দেখার ছলে শুধু তারে একটু খোঁজা,
হাজার লোকের মাঝেও যেন মনের মানুষ বোঝা।
হাতের পাতায় বেলপাতা আর চন্দনের সেই ঘ্রাণ,
লুকিয়ে তাকে দেখার মাঝেই প্রথম প্রেমের টান।
চিরকুটটা দেওয়ার আগে বুক দুরুদুরু কাঁপা,
চোখাচোখি হতেই তখন মিষ্টি হাসি চাপা।
সাইকেল নিয়ে অলিগলি আর বন্ধুদের ওই দল,
কার চোখে আজ কাজল বেশি— চলত কোলাহল।
টিফিনের সেই ভাগাভাগি আর খিচুড়ির ওই স্বাদ,
সব ভুলে আজ মন মানে না, কেবলই বিসংবাদ।
ফোনের মেলায় হারিয়েছে আজ সেই চিরকুট-চিঠি,
লুকিয়ে রাখা ভালোলাগা আর মিষ্টি খুনসুটি।
কুল খাওয়ার ওই বারণ ছিল পূজার আগে অব্দি,
প্যান্ডেলে আজ আড্ডা জমানোর চলত কত ফন্দি।
ইস্কুল গেটে দাঁড়িয়ে থাকা চেনা সে মুখখানি,
সরস্বতী পূজাই ছিল প্রথম প্রেমের বাণী।
শৈশব আজ অতীত হলেও বসন্ত একই আছে,
পুরনো সেই কথাগুলো সব জমা মনের কাছে।
বাঙালি প্রেম দিবস মানেই সেই চেনা ইস্কুল,
যেখানে আজও হাসছে স্মৃতি, ফুটছে পলাশ ফুল।
বিদায়বেলায় মনটা কেমন বিষণ্ণ হয়ে ওঠে,
তবুও প্রতি বছর এই দিনে সেই ভালোলাগা ফোটে।
©PIXIBLOOM
ইস্কুল বেলার সেই স্মৃতি আজ রঙিন কুয়াশা ধোঁয়া।
আলমারি থেকে বের করা সেই প্রথম শাড়ির ভাঁজ,
আয়নার সামনে দাঁড়িয়ে কতই শৌখিন সাজ।
বাসন্তী রঙ পাঞ্জাবিতে বন্ধুদের ওই ভিড়,
অঞ্জলি দিতে ব্যাকুল মন, কোথায় মনের স্থির?
ঠাকুর দেখার ছলে শুধু তারে একটু খোঁজা,
হাজার লোকের মাঝেও যেন মনের মানুষ বোঝা।
হাতের পাতায় বেলপাতা আর চন্দনের সেই ঘ্রাণ,
লুকিয়ে তাকে দেখার মাঝেই প্রথম প্রেমের টান।
চিরকুটটা দেওয়ার আগে বুক দুরুদুরু কাঁপা,
চোখাচোখি হতেই তখন মিষ্টি হাসি চাপা।
সাইকেল নিয়ে অলিগলি আর বন্ধুদের ওই দল,
কার চোখে আজ কাজল বেশি— চলত কোলাহল।
টিফিনের সেই ভাগাভাগি আর খিচুড়ির ওই স্বাদ,
সব ভুলে আজ মন মানে না, কেবলই বিসংবাদ।
ফোনের মেলায় হারিয়েছে আজ সেই চিরকুট-চিঠি,
লুকিয়ে রাখা ভালোলাগা আর মিষ্টি খুনসুটি।
কুল খাওয়ার ওই বারণ ছিল পূজার আগে অব্দি,
প্যান্ডেলে আজ আড্ডা জমানোর চলত কত ফন্দি।
ইস্কুল গেটে দাঁড়িয়ে থাকা চেনা সে মুখখানি,
সরস্বতী পূজাই ছিল প্রথম প্রেমের বাণী।
শৈশব আজ অতীত হলেও বসন্ত একই আছে,
পুরনো সেই কথাগুলো সব জমা মনের কাছে।
বাঙালি প্রেম দিবস মানেই সেই চেনা ইস্কুল,
যেখানে আজও হাসছে স্মৃতি, ফুটছে পলাশ ফুল।
বিদায়বেলায় মনটা কেমন বিষণ্ণ হয়ে ওঠে,
তবুও প্রতি বছর এই দিনে সেই ভালোলাগা ফোটে।
©PIXIBLOOM

