তোমার মনের ভাষা পড়তে পারিনা, পারিনা চোখ পড়তে,
আমি অযোগ্য নয়, পারি প্রেমের অট্টালিকা গড়তে।
তোমার আবেগ, তোমার ভালো লাগা সবি আমি লক্ষ্য করি,
প্রকাশ পাওয়ার ভিন্নতা কে, চিনতে আমরা ভুল করি।
সেদিন তুমি এসেছিলে, এক বুক ভালোবাসা নিয়ে,
ফুল ফুটিয়েছিলে, মায়া করেছিলে, ভরেছিলে প্রেম দিয়ে।
তুমি না বললেও বলো অনেক কিছুই মায়াবী চোখ নিয়ে,
অনর্গল কত কথা বলে যাও, না বলার স্তব্ধতা দিয়ে।
তোমার হৃদয় খরস্রোতা নদীর মতো চলেছে পিছে,
বয়ে চলেছে গোপন বারি, লুকোনো ফলগুর নিচে।
হৃদয় এখন ক্লান্ত ভারী, দাও না খানিক বিশ্রাম প্রিয়া,
নাহয় খানিক জিরোলে আয়েশে, নাহয় জ্বালালে প্রেম সাঁঝের দিয়া।
@ভূত
আমি অযোগ্য নয়, পারি প্রেমের অট্টালিকা গড়তে।
তোমার আবেগ, তোমার ভালো লাগা সবি আমি লক্ষ্য করি,
প্রকাশ পাওয়ার ভিন্নতা কে, চিনতে আমরা ভুল করি।
সেদিন তুমি এসেছিলে, এক বুক ভালোবাসা নিয়ে,
ফুল ফুটিয়েছিলে, মায়া করেছিলে, ভরেছিলে প্রেম দিয়ে।
তুমি না বললেও বলো অনেক কিছুই মায়াবী চোখ নিয়ে,
অনর্গল কত কথা বলে যাও, না বলার স্তব্ধতা দিয়ে।
তোমার হৃদয় খরস্রোতা নদীর মতো চলেছে পিছে,
বয়ে চলেছে গোপন বারি, লুকোনো ফলগুর নিচে।
হৃদয় এখন ক্লান্ত ভারী, দাও না খানিক বিশ্রাম প্রিয়া,
নাহয় খানিক জিরোলে আয়েশে, নাহয় জ্বালালে প্রেম সাঁঝের দিয়া।
@ভূত