শুধু জীবনানন্দই হাঁটেননি সহস্র বছর বনলতা সেনের খোঁজে,
এই পৃথিবীর ধুলোয় এখনো হাঁটে,
সহস্র পুরুষ, সহস্র নারী,
তাদের চোখে ক্লান্তি, মনে অদেখা কোনো মুখের রেশ।
কেউ খোঁজে বৃষ্টিভেজা বিকেলের গন্ধে হারানো ভালোবাসা,
কেউ খোঁজে শহরের ভিড়ে এক নিঃশব্দ দৃষ্টি,
কেউ বা গ্রামের ধানখেতে ফেলে আসা এক নাম,
যা আজও...